এম এ মান্নান বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের জালালপুর মৌজার অনন্তপুর গ্রামের সংলগ্ন সরকারি হালট রাস্তাটি জবরদখলের অভিযোগ উঠেছে,অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের আশঙ্কা এলাকাবাসীর। জানা যায়, এস এ সাবেক রেকর্ডের ২৯৭ দাগের ৫১ শতাংশ ভূমি ঐ গ্রামের শামসু মিয়া,কাদির মিয়া,বাবুল মিয়া গংরা কিছু দিন ধরে উল্লেখিত রাস্তাটি জবরদখলের পায়তারা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে । একপর্যায়ে কয়েক গ্রামের আদিআমল থেকে ব্যবরিত রাস্তাটি নিয়ে দু’পক্ষের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এলাকার কৃষকরা গবাদি পশু গরু ছাগল নদীতে গোসল করাতে, আনানেওয়া করতে বাধানিষেধ করে অভিযুক্তরা। সরকারি রাস্তা বাধানিষেধের প্রতিবাদে এলাকার পক্ষে অনন্তপুর গ্রামের বিল্লাল হোসেন প্রতিবাদ করে এবং এ-র পর বিল্লাল হোসেন বাদী হয়ে ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবরে ৭/১২/২২/ ইংরেজি তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। যার ডকেট নং ২৮৪, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে বিল্লাল হোসেনকে প্রাণনাশ ও বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগ এনে, বিল্লাল হোসেন মধ্যনগর থানায় শামসু মিয়া গংদের বিরুদ্ধে ১৫/১২/ ডিসেম্বর আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে মধ্যনগর ভূমি অফিসার আরমান আলী সরজমিনে তদন্ত সাপেক্ষে উর্ধতন কতৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। তদন্ত অফিসার আরমান আলী বলেন, জায়গাটি পূর্ব আমল থেকেই, সরকারি হালট হিসাবে রেকর্ড ভুক্ত এবং এলাকাবাসী আদিযুগ থেকেই হালট হিসাবে ব্যবহারের সত্যতা পাওয়া গেছে।