এম এ মান্নান,বিশেষ প্রতিনিধি;
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন বৈঠাখালি দয়াময় সংঘের উদ্যোগে ২১ তম কালীকল্পতরু বার্ষিক উৎসব পালিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার সর্ব ধর্ম মিশন দুইদিন ব্যপী অনুষ্ঠিত হয়েছে। বৈঠাখালি গ্রামে দয়াময়ের পূজা মন্ডবে প্রতি বছরের ন্যায় এ বছরও শুভ উৎসবে সনাতন ধর্মাবলম্বী
বক্তদের দেখা গেছে নারী পুরুষে ভীড়। শ্রী শ্রী কালীকল্পতরু দয়াময়ের উৎসব শান্তি পূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে। এই উৎস পরিচালিত করেন গ্রামবাসী এবং ধর্মীয় পারবন সাশ্রিক নিয়ম দ্বারায় পূজা মন্ডপে মহা প্রশাদ বিতরণ, হিন্দু সম্প্রদায়ীক গান সহ বিভিন্ন বিনোদনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, সাজানো হয়েছে আলোকসজ্জার উৎসব প্রাংঙ্গান, মধ্যনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হিন্দু ধর্ম প্রাণ নারী, পুরুষ ভক্তরা দয়াময়ের প্রতি ভক্তি ও শ্রদ্ধানিবেদন করতে এবং বিশ্বের সকল মানুষের শান্তি কামনায় প্রার্থনা করতে ছুটে আসেন দয়াময়ের মন্দিরে।