মুরাদ মিয়া,সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের তাহিরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নয়াবন্দ গ্রামের মাঠে এ খেলার আয়োজন করা হয়।
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন ফুটবল টিম এবং সুনামগঞ্জ জেলা শহরের ষোলঘর ফুটবল টিম এই প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াই পর অবশেষে ১-০ গোলের ব্যবধানে সুনামগঞ্জ জেলা শহরের ষোলঘর ফুটবল টিম বিজয়ী হয়।
তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি ইমলাক হোসেন আখঞ্জীর সভাপতিত্বে এবং ব্যবসায়ী হাজ্বী দিলোয়ার হোসেন ও ইউনিয়ন যুবদল নেতা কবির আহমেদ এর যৌথ পরিচালনায় এ সময় প্রীতি ফুটবল ম্যাচে শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ব্যবসায়ী শাহ্ আলম, মোশারফ মিয়া,ও যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দলসহ
এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১৬.১২.২০২৪ইং