উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের শয়লা গ্রামের হতদরিদ্র আনারুল ইসলামের দুটি বাচ্চা দুটোই হার্ণিয়া রোগে আক্রান্ত হয়েছে। ভাগ্যের কি মির্মম পরিহাস আনারুল ইসলামের আয়ের একমাত্র উৎস একটি ভ্যান ছিলো সেটিও কিছুদিন আগে ডাকাতি করে নিয়ে যায়। এখন বাচ্চার ঔষধ খরচ অপারেশন এর জন্য বেশ টাকার প্রয়োজন এই কথাটি স্থানীয় কবীর হোসেন মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থা এর প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমনকে জানালে তিনি বুধবার সকালে সংগঠনের পক্ষ থেকে তাদের বাড়িতে গিয়ে পরিবারের হাতে নগদ অর্থ ও কিছু ফল কিনে দিয়ে সহযোগিতা করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক সঞ্জয় কুমার, রক্ত বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য রহিম, মামুন, করীম, ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের জুয়েল রানা, কবীর হোসেন সহ সদস্য বৃন্দরা।