মোঃ জমির উদ্দিন, ভ্রাম্যমাণ প্রতিনিধি তালা সাতক্ষীরাঃ
কোনো ওয়াজ মাহফিলে কোনো বক্তা সেগুলো বলেনা,এতবড় একটা উন্নয়ন মুলক বাংলাদেশে স্বপ্নের সেতু যাহা সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কই কোনো হুজুর তো কোনো ওয়াজ মাহফিলে বলেন না,এখনও পর্যন্ত সেই দশ বারো লক্ষ রোহিঙ্গাকে এই সরকারের আশ্রয় এখনও আছে কোনো বক্তা সেই কথা গুলো ওয়াজ মাহফিলে বলেন না,বিএনপি সরকার বিদ্যুৎ দিতে ব্যার্থ হয়েছিলো আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে কোই কোনো বক্তা ওয়াজ মাহফিলে বলেন না,কর্ণফুলী টানেল করছে সরকার সেই বিষয়ে আপনাদের কিছু বলতে শুনি নাই,ওয়াজ মাহফিলে টাকা পয়সা খরচ করে, জনগণ আর বক্তা সেজে স্টেজে বসেই সরকার বিরুধী কথা বলবেন।কেন আমাদের সরকারের যদি কোনো ভুল হয়ে থাকে তার ভুল ধরিয়ে দেওয়ার অধিকার আপনাদের আছে,তাই বলে সরকার বিরুধী কথা বলতে বলতে দেখা যায় আগামীকাল সকালেই সরকারকে গদি থেকে নামিয়ে ফেলছেন ওয়াজ মাহফিলের স্টজে বসেই, তাহলে সরকার তোমার মত বক্তাদের পুজো করবে? সরকার যে ভালো কাজগুলো করেছে তাহা বলতে গেলে তোমাদের মুখে তালা মারা থাকে কিন্তু কেন? একটি সরকারকে যেমন খারাপ টা বলবেন,পাশাপাশী তার ভালো কাজের কথাগুলোও বলতে আপনি বাধ্য যদি ইসলাম মানেন,কারণ সরকারের রাজ্যে বসবাস করবেন আর শুধু সরকারের বিরুদ্ধে যা খুশি তাই বলে যাবেন তাও আবার মাহফিলের মধ্যে বসে সেটা হবে না,উল্টোপাল্টা কথাবার্তা বলে বেঁচে যান ধর্ম প্রান মুসল্লী আপনাদের কিছু বলেন না,দুই এক জায় গায় ধরে ফেলেছে সেসব জায়গায় বক্তাকে ন্যাকানি চুবানি খেতে হয়েছে,পরে লাইভে এসে বলবেন আলেমদের ডেকে নিয়ে স্টেজে অপমান করেছে,কোন বক্তার গায়ে হাতও তুলতে দেখিন,এই দোষগুলো কাদের ভাইয়েরা বলতে পারেন,আপনারা হুজুর বা আলেম সমাজ সন্মানীয় পাত্র,কিন্তু সেই সন্মান আপনাদের কারণে নিজে রায় নষ্ট করে ফেলেছেন,আর সেই চাপ দিয়ে থাকেন সরকারের উপরে,সরকার ওয়াজ মাহফিল কখনও বন্ধ করেনা, ওয়াজ মাহফিলে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো হয় আপনারা যারা ওয়াজ মাহফিলের নামে রাজনিতী সহ সরকার বিরুধী বক্তব্য দেন তখন এই সমস্যাগুলো সৃষ্টি হয়,কারণ একটি মাহফিলে হাজার হাজার মানুষ হয় কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য সর্ব দলের লোকজন,তার ভিতরেই, আপনারা বক্তারা যাহা শুরু করেদেন তাতে আপনার অনুসারিরা খুশি হয়,আর অন্য দলের লোকেরা অখুশি হয়,এটাতো ওয়াজ নয়,সেখানে যেয়ে আপনাদের ভালো কথা শুনে লোকজন ইসলামের আনুগত্য লাভ করবে,ইসলামের অনেক কিছু জানার জন্যই কিন্তু ওয়াজ মাহফিল,সেই টারে আপনারা বানাইছেন ওয়াশিং মেশিন,লোকজনকে ইসলামের পথে আনার চেষ্টা করেন,কোনো দল কাউকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এমন কোনো হাদিস কোরান আপনাদের মুখ থেকে শুনি নাই,সরকারের বিরুদ্ধে বলতে গেলে আপনাকে চিন্তা করতে হবে,আপনি সেই সরকারের অধিনে এই বাংলাদেশে বসবাস করছেন।রাজ্য আইন মানা ফরজ কাজ এটাও মানতে হবে,,,