মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধিঃ
আমরা লড়ছি অসহায়দের জন্য, হাসবে রোগী বাঁচবে প্রাণ, করবো মোরা রক্ত দান এই কথাটি সামনে রেখে
চট্টগ্রামের সামাজিক ও মানবিক সংগঠন মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্ড এর ৪র্থ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ই অক্টোবর (২০২৩) ইংরেজি শনিবার।
মানবতার কল্যাণে আমরা পরিবারের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন সমূহঃ
১-শিক্ষা সামগ্রী বিতরন।
২-গুনীজন সংবর্ধনা।
৩-পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান।
৪-বৃক্ষ বিতরণ।
৫-কার্যকরী সদস্যদের অভিভাবক কে সংবর্ধনা
৬-একবেলা আহার বিতরণ
৭-মাদ্রাসা ভিত্তিক ইসলামী কুইজ প্রতিযোগিতা
স্থান ঃ নুর জাহান কমিনিউটি সেন্টার।
১নং রেল ক্রসিং,চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়।
আয়োজনে ঃ চট্টগ্রাম উওর জেলার সামাজিক ও মানবিক সংগঠন মানবতার কল্যাণে আমরা ব্লাড ডোনার্স।