মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী চট্টগ্রামঃ
চট্টগ্রামের সামাজিক ও মানবিক সংগঠন মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স এর উদ্দ্যোগে (৪ই) সেপ্টেম্বর সোমবার সকাল ১০ ঘটিকা হতে মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স এর পরিবারের বর্তমান কার্যালয়ের পাশে ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ব্লাড ক্যাম্পিং নির্ণয় কর্মসূচী করা হয়।
উক্ত ব্লাড ক্যাম্পিংয়ে প্রায় আটশত ছাএ ও ফতেহপুর ব্যাবসায়ি গণ দের ব্লাড টেষ্ট করা হয়েছে।
এতে সংগঠনের উপদেষ্টাবৃন্দ, সকল সদস্য, প্রবাসী সদস্য এবং স্কুল কমিটি, স্কুলের প্রধান শিক্ষকের সর্বোচ্চ সহযোগিতায় এবং সংগঠনের সভাপতি চৌধুরী মোহাম্মদ জামান এর সভাপতিত্বে ফ্রি_ব্লাড_গ্রুপ_নির্ণয়ের আয়োজন করা হয়েছে।
এই সময় সংগঠনের উপদেষ্টামন্ডলী উপদেষ্টা
এহসান উল্লাহ জাহেদী,পরিতোষ শীল,সুমন পল্লব
ইঞ্জিনিয়ার ফয়সাল,গাজী মোহাম্মদ মাঈন উদ্দীন
ওয়াহিদুল আলম,
কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাশেদা সুলতানা রাসু,জুবাইর হোসেন,খালেদ সাইফুল্লাহ,আসিফ আহমেদ, আয়েশা আক্তার,আরজু আকতার,আকলিমা আকতার,
আবু বক্কর,সাহেদ
শিমুল আহমেদ,সাজ্জাদ রোহান,শওকত,রাইহান
তাহসিন আসিফ,আসাদুজ্জামান,সুমাইয়া আকতার
আইরিন আকতার,নিশি আকতার,আরফাদুল আলম,আরো অতিথি মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন, এর পাশাপাশি আরো সামাজিক মানবিক রক্তদাতা সংগঠন সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশন এবং হাফেজ জিন্নাহ ব্লাড ডোনার্স এর সকল সদস্যবৃন্দদের, যাদের অক্লান্ত পরিশ্রমে সুন্দর ও সফলভাবে আয়োজন সম্পন্ন করায় কৃতজ্ঞতা জানিয়েছেন মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স এর কতৃপক্ষ।
বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সদস্য দের যাদের দিন রাত পরিশ্রমের বিনিময়ে আজকের এই সফল প্রোগ্রাম।
জয় হোক মানবতার, মানবতার কল্যাণে আমরা।