শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিগঞ্জে বালু ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর তাহিরপুর সীমান্তে জামাতের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামে অপরাধ দমনে ১০০টি মোটরসাইকেল প্যাট্রোলিং গাজীপুরে এক সাংবাদিককে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসানোর অভিযোগে তদন্তের নির্দেশনা আইজিপি’র  ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত  ছাদখোলা বাসে বাফুফে গমন চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের  রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু কালিগঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ আব্দুস সাত্তার পিপি নিযুক্ত হলেন

মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” এর বোয়ালমারী উপজেলা কমিটি ঘোষণা

আকাশ সাহাঃ ফ‌রিদপুর প্রতি‌নি‌ধিঃ
  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২৬১ বার পঠিত

আকাশ সাহা,ফরিদপুর প্রতিনিধিঃ

“মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন” একটি অরাজনৈতিক ও লাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। আজ ১৪/০৮/২০২৩ সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত প্যাডে এক বছরের জন্য ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি: রাসেল হোসাইন, সহ-সভাপতি: এনামুল হাসান মিতুল, সাধারণ সম্পাদকঃ নূর মোহাম্মদ মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদকঃ মেহেদী হাসান মিরাজ, সাংগঠনিক সম্পাদক: মোঃ জাহিদ মোল্লা, প্রচার ও আইটি সম্পাদক: হাবিবুল্লাহ, সহ-প্রচার ও আইটি সম্পাদক : সুমাইয়া জান্নাত, কোষাধ্যক্ষঃ মোঃ এনামুল চৌধুরী, দপ্তর সম্পাদক: জুবায়ের আল মাহমুদ, ত্রাণ বিষয়ক সম্পাদকঃ মিজাকুল ইসলাম ইমন, শিক্ষা বিষয়ক সম্পাদকঃ কেয়া এহসান কথা, ক্রীড়া সম্পাদক: সুজন শেখ।

প্রতিষ্ঠালগ্ন থে‌কে শত শত মানুষের রক্তদান সহ বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে “মানবসেবা ও রক্তদান ফাউন্ডেশন ” ফরিদপুরের নয়টি উপজেলায় তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে নয়টি উপজেলার এক ঝাঁক কর্মঠ স্বেচ্ছাসেবী দ্বারা সংগঠনটি পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ ব্যাগ রক্তের ব্যবস্থা হয় এই সংগঠনের মাধ্যমে। সংগঠনটি প্রথমে যাত্রা শুরু করে ফরিদপুর টেপাখোলায় অবস্থিত বৃদ্ধাশ্রম ও এতিমখানায় একটি প্রোগ্রামের মধ্য দিয়ে। সে সময় বৃদ্ধাশ্রম, সেভজোন এবং এতিমখানায় খাবারের আয়োজন করা হয়। সংগঠনটি এই পর্যন্ত নগরকান্দা ও বোয়ালমারী, সালথা, ফরিদপুর সদর, মধুখালী এই পাঁচ উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইন করেছে। গত আট মাসে সংগঠনটি ১২০০ ব্যাগের অধিক রক্ত ম্যানেজ করেছে। গত ঈদুল ফিতরের পূর্বে জনপ্রতি ৫০০ টাকা প্যাকেজে প্রায় ১০০ জন হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা করেছে।

প্রতিবেদন লেখক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করলে, সভাপতি মোঃ রাসেল হোসাইন বলেন, আমরা বোয়ালমারী উপজেলার প্রতিটি মানুষের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করব। সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মোল্লা বলেন, বোয়ালমারী উপজেলার প্রতিটি সুস্থ সবল ও রক্তদান উপযুক্ত ব্যক্তিকে আমরা রক্তদানের জন্য মানসিকভাবে প্রস্তুত করব ইনশাআল্লাহ।

ফরিদপুরের সংগঠনটির স্থায়ী কার্যালয়ের ঠিকানা হচ্ছে ফরিদপুর হাউজিং এস্টেট, ব্লক সি, প্লট নং-১৭৩ ।ঢাকাতে সংগঠনটির অস্থায়ী কার্যালয় হচ্ছে- উত্তরা জসীমউদ্দীন বাস স্ট্যান্ড, বাসা ৭, রোড ১৩, সেক্টর ১।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।