আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা-কৃষ্টপুর) আসনে জাতীয় সংসদের উপ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মী ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বীরমুক্তিযোদ্ধা আবু শহিদ মিয়ার পুত্র অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। শুক্রবার দুপুরে নগরকান্দার চেয়ারম্যান বাড়ীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষনা উপ কমিটির সদস্য অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ মান্নান মোল্যা, দপ্তর সম্পাদক হরিশ চন্দ্র দাস, তালমা ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া, সাবেক যুবলীগের সভাপতি কামরুজ্জামান মিঠু, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ তৈয়বুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি আলামীন মীর, কামরান হোসেনসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জামাল হোসেন মিয়া বলেন, ফরিদপুর-২ আসনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন সকলের শ্রদ্ধাভাজন। তার অবর্তমানে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করেই আমি আওয়ামী লীগের মনোনয়ন কিনেছি। আশা করছি স্থানীয়দের দাবীর কথা বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়ে সৈয়দা সাজেদা চৌধুরীর অসমাপ্ত কাজ সম্পন্ন করার সুযোগ দেবেন।
মতবিনিময় সভায় স্থানীয়রা আসন্ন উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে অ্যাডভোকেট
জামাল হোসেন মিয়াকে মনোনয়ন দেবার জোর দাবী জানান। মতবিনিময় সভায় নগরকান্দা-সালথা উপজেলার আওয়ামী লীগের নেতা-কর্মী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আগামী ৫ নভেম্বর ফরিদপুর-২ আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন কিনেছেন।