আজহারুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
মারিয়া হানিয়াম,পিতা এম এ মালেক ,মাতা ইসমত আরা জাহান
ঠিকানা ৭/২ প্রীতি হোমস,পরিবাগ শাহবাগ ঢাকা ।বাংলাদেশের দুই তিন ব্যক্তির কাছ থেকে ৬০ থেকে ৭০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।
ভুক্তভোগী কতিপয়
১ . লিটন সরদার, পিতা ফারুক সরদার সাং বনানী
২.খন্দকার মেরাজ, পিতা লতিফ খন্দকার উত্তরা ৭ নম্বর সেক্টরে। ৩. জনি খান ,পিতা ওলিয়ার রহমান কুড়িল বিশ্ব রোড ।
পুলিশের জবানবন্দিতে মারিয়া হানিয়াম বলেছেন তিনি ও তার তিন বান্ধবী তামান্না ও ছোয়া মিলে দেশের বাইরে আমেরিকায় বসবাসরত ইঞ্জিনিয়ার ,ব্যবসায়ী ও ডাক্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ অবৈধ ভাবে আত্মসাৎ করেছেন।
2023 সালে পুলিশের একটি দল তাকে জাল ডলার সহ উদ্ধার করে আটক করেন।