নিজস্ব প্রতিনিধি , মোঃ মিজানুর রহমান চৌধুরীঃ
প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ
জাতীয় যুবদিবস ২০২২, স্টল নং ২৮
মাল্টি ভোকেশনাল ট্রেনিং সেন্টার নারী উদ্যোক্তা নারীদেরকে দেখায় উজ্জ্বল ভবিষ্যৎ পথ , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা ধরে এগিয়ে যাচ্চে নারীরা স্বাবলম্বী হচ্ছে নারী, গ্রাম গঞ্জ ও শহরের নারীরা এখন আর বসে নাই, নিজেকে সমাজে অবহেলিত রাখতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার উত্তর আস্তা রেখে চলছে পথ ধরে নারীরা।
আজকে এখানে অনেক স্বাবলম্বী নারী উদ্যোক্তার কথা উঠে এসেছে,
সখিনা আক্তার ( পণ্যের আলো ) চেয়ারম্যান , পরিচালক মোঃ আসিফুর রহমান, পরিচালক আয়মন আক্তার, আত্নকর্মী ও উদ্যেক্তা, স্বর্ণ বুটিক, হ্যান্ডি ক্রাফট সহ অনেক কিছু ।
জাঝর, ৩২ নং ওয়ার্ড, গাছা থানা, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সিটিতে এক উদ্যোক্তাদের মিলন মেলা।
মনোয়ারা আক্তার স্বর্ণা , জাতীয় যুব পুরস্কার প্রপ্ত সফল আত্নকর্মী ( গাজীপুর ) ।
স্বর্ণা মৌ- চাষ , কবুতর পালন, পাট ও হোগলা সহ সকল অন্যের উপস্থিত করেন।
তামিমা আক্তার ন্যান্সি ( ন্যান্সি হারবাল , হারবার হেয়ার প্যাক, হারবাল হেয়ার অয়েল, হারবাল শ্যাম্পু , ব্রাইটিং বডি প্যাক সহ অনেক কিছু নিজের প্রোডাক্ট নিয়ে আসেন জাতীয় যুব মেলায়।
যুব উন্নায়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর সার্বিক উদ্যোগে । প্রচার ও সম্প্রচারের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করার জন্য নারীকে এগিয়ে যেতে হবে সেজন্য প্রশিক্ষণ নিন, নিজেকে স্বাবলম্বী করুন, বাংলাদেশকে আলোকিত করুন,
শিল্পকলা একাডেমী ঢাকা ।