মোঃ সবুজ খান, মির্জাপু টাঙ্গাইল প্রতিনিধিঃ
মির্জাপুর উপজেলা পরিষদের উদ্যোগে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মির্জাপুরের মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ , উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ।
দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি একে একে শ্রদ্ধা নিবেদন করেন, মির্জাপুর প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা। শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পাঞ্জলি নিয়ে মির্জাপুর পৌর শহরে পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, টাংগাইল ৭ মির্জাপুর আসনের মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ । উপজেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন সমুহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাতেই মানুষের ঢল নামে। এর আগে সন্ধ্যা থেকে একুশরে গান, একুশরে কবতিা, আবৃত্তি ও শ্লোগানে শ্লোগানে মুখরতি হয়ে উঠে শহীদ মিনার চত্বর।