মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতীলের চানু মার্কেট এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে বাঁশতৈল ফাঁড়ির পুলিশ।নিহত ওই গৃহবধূর নাম রাহেলা বেগম (৪১)।তিনি ওই এলাকার মো. সাইফুল ইসলামের স্ত্রী।
শুক্রবার (১৬ই জুন) সকাল ৮ টার সময় নিহতের লাশ তার বাড়ি থেকে উদ্ধার করে ফাঁড়ি পুলিশ।
নিহত ওই গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,তাদের বাড়ির সাথেই একটি ছোট দোকান করেন তারা।ওই দোকানেই নিয়মিত থাকেন গৃহবধূ ও তার স্বামী সাইফুল ইসলাম।বৃহস্পতিবার (১৫ই জুন) দিবাগত রাত ২:৩০ মিনিটে হঠাৎ কান্নার শব্দ শুনতে পান তারা।পরে গৃহবধূর ছেলে-মেয়েরা ও স্থানীয়রা দোকানে এসে দেখেন তাদের মা মারা গেছেন।পরে নিহতের লাশ বাড়িতে নিয়ে যান।সকালে পুলিশকে খবর দিলে তারা এসে বাড়িতে লাশ দেখতে পান।পরে পুলিশ আসলে খবর পেয়ে গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়।
উল্লেখ্য,নিহত গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম একই এলাকার আরেক গৃহবধূর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েন।গত ১৫-২০ দিন আগে ওই গৃহবধূর সাথে একটি অশ্লীল ভিডিও প্রকাশ হয়।পরে ওই নারী সাইফুল ইসলামের নামে মামলা দায়ের করেন বলেও জানা যায়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
মৃত্যুর সময় ওই গৃহবধূ ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান। তার এমন মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।