শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হবে

মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ
  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৯৯ বার পঠিত

মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ

চতুর্থ  ধাপে ৫ জুন মির্জাপুর উপজেলা পরিষদের  নির্বাচন ঘিরে উচ্ছ্বাসিত জনগণ।
আসন্ন মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মির্জাপুর উপজেলায়  বইছে উৎসবের আমেজ। কয়েক ধাপে হচ্ছে এই নির্বাচন। প্রথম ধাপের নির্বাচনের শেষে  ও অন্যান্য ধাপে নির্বাচন চলছে  প্রার্থীরাও করছে দৌড়ঝাঁপ। চালাচ্ছে প্রচার-প্রচারণা। প্রার্থী ও  কর্মীরা ভোটারের মন জয় করতে ঘুরছেন ভোটারের  দ্বারে দ্বারে। ব্যস্ত সময় পার করছেন । তাই মির্জাপুরে এ-ই গরমের মধ্যে  চায়ের আড্ডায় হাট বাজারে  নির্বাচন ঘিরে বইছে উৎসবের আমেজ। বি এন পি নির্বাচনে অংশ না নেওয়ায় এবার আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সাধারণ ভোটাররা তাই ভাবছেন।
টাংগাইল  জেলায় মোট  ১২টি উপজেলা রয়েছে ,এর মধ্যে মির্জাপুর অন্যতম একটি উপজেলা। এ-ই মির্জাপুর উপজেলার আয়তন ৩৭৩,৮৮বর্গ কি,মি। সংসদীয়   নির্বাচনী আসন  নম্বর:১৩৬টাংগাইল -৭,,,মির্জাপুর উপজেলা। ০৭/১২/১৯৮২ সালে বাংলাদেশের প্রথম মান উন্নীত থানা হিসেবে  মির্জাপুর উপজেলা প্রতিষ্ঠিত হয়  । আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ ৪র্থ ধাপের ৫ জুন নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবার রাজনৈতিক বড় কোন  দল নির্বাচনে অংশ না নেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যাই বেশি। তথ্য মতে  মির্জাপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে  অংশ নিচ্ছে  মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহ রীম হোসেন সীমান্ত,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম মোজাহিদুল ইসলাম মনির, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল,ও বি এন পি থেকে   বহিষ্কার  নেতা ফিরোজ হায়দার খান। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মির্জাপুর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রার্থীরা হলেন
উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আজাহারুল ইসলাম আজাহার,
মো. শওকত মিয়া ও
উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ তালুকদার।মহিলা ভাইস চেয়ারম্যান পদে মীর্জা শামীমা আক্তার শিফা ( বর্তমান  ভারপ্রাপ্ত মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক  মহিলা ভাইস চেয়ারম্যান), ও মাহবুবা শাহরীন,চাঁদ সুলতানা । মির্জাপুরে ১৪টি ইউনিয়ন ও  একটিপৌরসভা রয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।