মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ
টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার উয়ার্শী মল্লিক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত পৌনে দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে দোকানের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন দেখে ব্যবসায়ী ও এলাকাবাসী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। মবিল এবং পেট্রোল এর দোকানে আগুন লাগায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং ততক্ষণে দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।
পরে মির্জাপুর থানা পুলিশসহ প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে চারটি দোকান পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ্য হতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থালে টাঙ্গাইল-৭ খান আহমেদ শুভ এমপি উপস্থিত হয়, চার ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা দিয়েছে এবং ক্ষয় ক্ষতির পরিমান হিসাব করে আর্থিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছে।