মোহাম্মাদ সোলাইমান (হাটহাজারী চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাইয়ে ১০ আগস্ট মধ্যরাতে মায়ানী এলাকার প্রবাসী আনোয়ার হোসনের স্ত্রী নিলুফা ইয়াসমিনের ব্যক্তিগত মোবাইলে কল দেন কথিত জীনের বাদশা রাকিব শেখ। ফোনে বলেন,বান্দা তুমি বড় ভাগ্যবতি,তোমার জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ তোমার প্রতি সদয় হয়েছেন এবং তোমার জন্য স্বর্ণ বরাদ্দ করেছেন। আমি শাহজালাল মাজারের খাদেম বলছি। এই স্বর্ণ পেতে হলে এখনই তোমাকে ৫১০০ টাকা পাঠাতে হবে। পরদিন সকালে তার কথা মতো বিকাশে ৫১০০ টাকা প্রেরণ করেন। এরপর ওই রাতে আবারো ফোন করে ওই প্রতারক। বলেন এখনতো মক্কা মদিনায় কোরবানি দিতে হবে। তা নাহলে তোমার স্বামী-সন্তানদের বড় ক্ষতি হয়ে যাবে। কোরবানি দিতে হলে ১ লাখ ২০ হাজার টাকা প্রয়োজন। এভাবে গভীর রাতে মোবাইল ফোনে প্রতারনার মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পরে ১ লাখ টাকার দাবি করে। কথা-বার্তার এক পর্যায়ে ওই মহিলা রাকিবের প্রতারনার বিষয়টি বুঝতে পেরে বাড়ি ও আশপাশের লোকজনকে অবহিত করে। এরপর গত শনিবার ২০ আগষ্ট স্বর্ণের মূর্তি দিতে এসে জনতার হাতে ধরা পড়লেন কথিত জীবনের বাদশা রাকিব শেখ (২৪)। মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী দীঘিরপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
পরে তাকে মিরসরাই থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। রাকিব শেখ গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়া কাটুপাড়া এলাকার মৃত আলী আহম্মদ শেখের পুত্র। তাঁর কাছ থেকে একটি পিতলের মূর্তি, একটি তাসবিহ, একটি মোবাইল ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।প্রতারণার বিষয়ে মায়ানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. শহীদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।