মুখোশের আড়ালে আমি
—-এম হাফিজুর রহমান শিমুল—-
ঘুর্ণাক্ষরে তোমরা কেউ না জানলেও আমি তো নিজে পরিস্কার জানি ভেতরে-
কতটা নোংরা আমি! অথচ
কথা আর পোষাকের মুখোশে কি দারুণ সতত নিজেকে ঢেকে রাখি! আমার চেতনে-অবচেতন
কিংবা অচেতনে ভাবনা এবং স্বপ্নে যে- আমি সত্যি বলতে- কোন জানোয়ারও নামে না কখনো অতটা নিচে! তবু এই মুখোশের ম্যাজিকে প্রতিদিন তোমরা- আমাকে সমীহ শ্রদ্ধা আর গভীর সম্মানে এবং কখনো কখনো সত্যি সত্যি ভালবেসে কত যে আবেগে- জড়িয়ে ধরো বুকে! আমিও মুখোশ খুলি না- নির্ঘাৎ ভয়ে কারণ তাহলে- সব আরাম যাবে ছুটে মুহূর্তেই ঝড়ে সবকিছু শ্রেফ উল্টে পাল্টে যাবে
তারচেয়ে নয় কি এই বেশ ভাল আছি মুখোশের আড়ালেই বরং লুকিয়ে থাকি এবং চলুক দুনিয়াটা- চলছে যেমন
ঠিকঠাক আগের মতোন- চমৎকার! কে চায় অহেতুক জটিলতা অযথা অনাচার ম্যাসাকার বলনতো?
Comments are closed.
Wondeful, excellent, amazing, 100% Right, mindblowing, marvellous, Remarkable, praiseworthy, outstanding —————————————– Just I cannot imagine the more adjectives for the post or the Writing or the thought inherent in the writin, or the concept or idea you have written or posted. For this, I salute you from the core of my heart. May Allah bless you and give you the strength & mental power to write such ideas & thoughts. Thank you very very very much ——————————-.