মুন্সিগঞ্জে নৌকা প্রতীকের সমর্থককে গুলি করে হত্যার ঘটনায় শিপন পাটোয়ারি নামে একজনকে গ্রেপ্তার
রিপোর্টার নামঃ
আপডেট সময়
শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
৮৮
বার পঠিত
মুন্সিগঞ্জে নৌকার সমর্থককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ১
মুন্সিগঞ্জে নৌকা প্রতীকের সমর্থককে গুলি করে হত্যার ঘটনায় শিপন পাটোয়ারি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
এর আগে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের নির্বাচনী ক্যাম্পে হামলা হয়। এতে নৌকার সমর্থক ডালিম সরকার (৩৫) গুলিবিদ্ধ হন ও সোহেল নামের আরেক সমর্থককে পিটিয়ে আহত করা হয়। ডালিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
আহতরা অভিযোগ করেন, মুন্সীকান্দি এলাকায় নৌকার ক্যাম্পে অবস্থানের সময় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থক সোহাগ ও শিপনের নেতৃত্বে ১০ জনের একটি দল হঠাৎ গুলি চালায়। এতে তাঁরা আহত হন।এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতেই নিহতের মা জয়তুন নেসা বাদী হয়ে ৯-১০ জনের নাম উল্লেখসহ মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘মামলার অন্যতম আসামি শিপন পাটোয়ারিকে ঘটনার ২৪ ঘণ্টার পেরোনোর আগেই ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর মুন্সিগঞ্জে নিয়ে আসা হচ্ছে।’