ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা শাখার উপজেলা কার্যালয়ে ৭ই ফেব্রুয়ারি সকাল ৮:০০ ঘটিকায় উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম ঢালির সভাপতিত্বে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার স-হসভাপতি মাওলানা সোহরাব হোসাইন ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি, গাজী মোহাম্মদ রফিকুল ইসলাম। জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাহিদুল ইসলাম সাদেকী প্রমূখ ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ তায়ালার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে ইখলাস ওখলুসিয়াতেরশহীতঐক্যবদ্ধ ভাবে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন কে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে।
টঙ্গীবাড়ী উপজেলা শাখার শূরা দায়িত্বশীলদের প্রত্যাক্ষ ভোটে সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম ঢালি ,সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন শেখ এবং সেক্রেটারি ডাক্তার ওবায়দুল্লাহ সরদার নির্বাচিত হন।