মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলায় উপ-নির্বাচনে যাচাইবাছাইয়ে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে বৈধ হয়েছে নৌকার মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ।এতে করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারেন তিনি।সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে যাচাইবাছাইয়ে স্বতন্ত্র দুই প্রার্থী রাহাত খান রুবেল ও মানিক মিয়া বাচ্চু মাঝির মনোনয়নপত্র বাতিল হয়।তবে তারা দু’জনই আগামী ৩ দিনের মধ্যে আপিল করতে পারবেন।জেলা নির্বাচন অফিসার বশির আহম্মেদ বলেন,স্বতন্ত্র প্রার্থী মানিক মিয়া বাচ্চু মাঝির দেয়া আড়াই শতাধিক ভোটার তালিকার মধ্যে ৫ জনের বিষয়ে তদন্ত হলে একজনের ভোটার তালিকা হলেও তার পূর্ণাঙ্গ বয়স না হওয়ায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হয়নি।ফলে তার মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এছাড়া একটি বেসরকারি ব্যাংক থেকে লোন গ্রহিতার জিম্মাদার হয়েছেন রুবেল খান।
সেই লোন পরিশোধ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।তারা দু’জনই আগামী ৩ দিনের মধ্যে আপিল করতে পারবেন।