মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বছরের প্রথম দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশে নতুন বছরে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে ।করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ বছর বই উৎসব হয়নি। তবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। এরই ধারাবাহিকতায় ১ জানুয়ারী দুপুর ১২ টায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বায়হাল সরকারী প্রাঃ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোসাম্মদ সাবিয়া সুলতান ,সিনিয়ার শিক্ষক সামছুল আলম,শিক্ষক হুমায়ন কবির , শিক্ষক মোয়ামিন তুষার আহম্মেদ ,স্হানীয় সাংবাদিক মোঃলিটন মাহমুদ সহ আরো অনেকে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসবের আমেজ না থাকলেও নতুন বই বিতরণ উপলক্ষে বই নিতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিল উচ্ছ্বাস। শিক্ষকসহ সংশ্লিষ্টদের ব্যস্ততার পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন বই পাওয়ার আগ্রহ লক্ষ্য করা গেছে।
এবারের শিক্ষাবর্ষে ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।