মুন্সীগঞ্জে ৩ শ কেজি নিষিদ্ধ জাটকা আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ ।
১৬ই ফেব্রুয়ারি রবিবার সকাল ৭ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় মাছ বাজার থেকে এসব জাটকা জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাম্মদ নিগার সুলতানা বলেন, গোপন সংবাদে খবর পেয়ে দিঘিরপাড় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে আনুমানিক ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা ৪টি মাদ্রাসা ও ৬৫ জন গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অভিযান কালে চর আব্দুল্লাহ নৌ পুলিশ সার্বিক সহযোগিতা করেন।