শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বকশীগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে ডিপ্লোমা সার্ভেয়ারদের ৩দিনের অর্ধবেলা কর্মবিরতির মধ্য দিয়ে শেষ হলো অবস্থান ধর্মঘট কালিগঞ্জে ৪৯ টি পূজা মন্ডপে চলছে দুর্গোৎসবের শেষ প্রস্তুতি কালিগঞ্জের চৌমুহনী বাজার কমিটির নির্বাচন সম্পন্ন কাদের সভাপতি,সম্পাদক জামসেদ বকশীগঞ্জে পিতৃ পরিচয়ের দাবিতে সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে যুব অধিকার পরিষদের কমিটি গঠন  মুন্সীগঞ্জে নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে গোল টেবিল বৈঠক সুন্দরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত বকশীগঞ্জে সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর ৫৫তম জন্মদিন পালন 

মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে হামলায় আহত ২

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৬৯ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতি‌নিধিঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলায়  মিরকাদিমের কালিন্দীপাড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে শাকিল আহাম্মেদ (অপু) ও আবির হোসেন নামের দুইজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। শাকিল আহাম্মেদ অপু নৈদিঘীরপাথর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে ও আবির হোসেন পূর্বপাড়া এলাকার মোঃ নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। আবিরের অবস্থার অবনতি হওয়ায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

আহত শাকিল আহাম্মেদ অপু জানায়, ‘আমরা গোপনগর থেকে চা খাওয়ার জন্য বিনোদপুর ক্যান্টিনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনের বাড়ির সামনে পৌছামাত্র তার বাড়ির ভিতর থেকে ওঁত পেতে থাকা অস্ত্র সসন্ত্র নিয়ে ১০/১২ জনের একদল লোক চিৎকার দিয়ে বললো ওদের ধর’।

ধর বলার পর আমরা যে যার মতো দৌড়ে পালানোর চেষ্টা করি। পরে সম্পদ (২৬) নামের একজন হাতে চাইনিজ কুড়াল দিয়ে আমার মাথায় কোপ দেয়। আমি মাটিতে লুটিয়ে পড়ার পর হাতে ছুড়ি নিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে যখম করে। আমার সাথে থাকা আবির হোসেনকেও কুপিয়ে গুরুতর যখম করে। আমাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারিরা পালিয়ে যায়। সম্পদ (২৬) এর নেতৃত্বে রমজান মাদবর, সাগর ও তুষার সহ ১০/১২ জন আমাদের ওপর হামলা চালায়।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী হামলায় আহত আবির বলেন, হামলাকারীরা মোট ১০/১২ জন ছিল। তাদের হাতে কয়েকটি চাইনিজ কুড়াল এবং চাপাতি ছিল। পরিকল্পিত হামলায় নৃশংসভাবে কুপিয়ে হামলা করে।

এ বিষয়ে প্রতিপক্ষের লোকজনদের ফোনে কথা বলা সম্ভব হয়নি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আবিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিকুজ্জামান জানান, খবর পেয়ে হাসপাতালে সরেজমিনে হামলায় আহত ও স্থানীয় সূত্র থেকে বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি। এ ঘটনা এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।