মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি-জামায়েতের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস, প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও অসাংবিধানিক দাবির বিরুদ্ধে মুন্সীগঞ্জ আওয়ামী আইনজীবীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা করা হয়েছে। এসময় আইনজীবীরা বিক্ষোভ ও প্রতিবাদে শ্লোগান দিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের প্রধান ফটক দিয়ে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহিদ মিনারে গিয়ে সমাপ্ত করেন।
এসময় বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট আব্দুল মতিন (পিপি), সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছিমা আক্তার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, অ্যাডভোকেট লুৎফর রহমান (জিপি), সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর কবির, ভিপি কৌশলী অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, স্পেশাল পিপি অ্যাডভোকেট লাভলু মোল্লা।
আরো উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন রোমেল, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, অ্যাডভোকেট মাহাবুবুর রশিদ সবুজ, অ্যাডভোকেট সালমা বেগম, অ্যাডভোকেট এস.আর রহমান মিলন প্রমুখ।