মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাঘিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৩ হাজার ২৮৯ পিস বিভিন্ন প্রকার আতশবাজিসহ মো. আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ১০।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে আলমগীরকে আদালতে হাজির করলে টঙ্গীবাড়ী আমলী আদালত ৪ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার আসামিকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
মো. আলমগীর হোসেন টংগিবাড়ী উপজেলার বায়হাল গ্রামের আব্দুল আজিজের ছেলে। এর আগে গেল বুধবার রাত ১০ টার দিকে আনুমানিক ৯ লাখ টাকা মুল্যের আতশবাজি সহ আলমগীরকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেল জানান, ওই ব্যবসায়ী দীর্ঘদিন যাবত খেলাধুলা ষ্টোর নামে একটি দোকানে আতশবাজিসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য বিক্রি করে আসছিলো।
পাশাপাশি সে বেশ কিছুদিন যাবৎ মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আতশবাজি সরবরাহ করে আসছিল।
তার বিরুদ্ধে টংগীবাড়ি থানায় বিস্ফোরক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ আদালতের কোর্ট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত আলমগীরকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন