মুন্সীগঞ্জে ট্রাক চাপা দিয়ে মা মেয়েকে মারার ঘটনায় সেই ঘাতক ট্রাকটিকে জব্দ ও ট্রাক ড্রাইভার তুহিনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) মুন্সীগঞ্জ উপজেলার সিপাহীপাড়া মুক্তারপুর সড়কের বণিক্য পাড়া সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় বিকেল সাড়ে ৫টার দিকে সদর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশায় করে দুই মেয়েকে সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জ সদর থেকে বাড়ি ফিরছিলেন। নিহত লিপি বেগম (৩৫) ও তার ৭ মাস বয়সী মেয়ে আলিশা।
মাঝপথে শাহ্ সিমেন্টের মালামাল বোঝাই দ্রুতগতির একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাটিকে সামনের দিকে ধাক্কা দিলে ছিটকে সড়কে পড়ে যায় লিপি ও আলিশা। এ সময় ট্রাকচালক কিছুক্ষণের জন্য ট্রাকটি থামালেও পরে আবার মা ও শিশুকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় দুজনের। তবে এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন নিহতের বড় মেয়ে মারিয়া আক্তার (১২) ও অটোরিকশাচালক শাওন মিয়া (২৯)।
নিহতের বড় মেয়ে মারিয়া আক্তারের অভিযোগ, অভিযুক্ত ট্রাকচালক ইচ্ছাকৃতভাবে অটোরিকশাটিকে ধাক্কা দেয়ার পরে তার মা ও বোনকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, সিপাহীপাড়া এলাকায় ডাক্তার দেখিয়ে তারা তাদের নিজ বাড়ি আনন্দপুর গ্রামের ফিরছিলেন। এ সময় ঘাতক ট্রাকটি তাদের চাপা দেয়।
এদিকে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অটোরিকশাটিকে ধাক্কা দেয়ার পরে সিমেন্টবোঝাই ট্রাকটি দাঁড়ালেও কিছুক্ষণের মধ্যেই দুজনকে চাপা দিয়ে চলে যায়। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী ভাঙচুর চালায় ট্রাকটিতে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত লিপি বেগম (৩৫) ও শিশু আলিশা সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামের স্থানীয় বাসিন্দা জসিম ঢালীর স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা
আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে ট্রাকটি সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ট্রাকচালক তুহিন মল্লিক কে আটক করেছে পুলিশ। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তীতে নিহতদের পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।