মো. লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ :
“ভবিষ্যৎ এর শুরু এখানেই” এই স্লোগানকে প্রতিপাদ্য রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুন্সীগঞ্জে “রেইনবো লার্নিং স্কুল” এর ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলা পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর তিতাসগ্যাস সংলগ্ন “রেইনবো লার্নিং স্কুল” প্রাঙ্গণে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত কেক কেটে ক্লাস পার্টির উদ্বোধন করেন রেইনবো লার্নিং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। রেইনবো লার্নিং স্কুলের সহকারী শিক্ষিকা আইরিন দেওয়ানের সভাপতিত্বে সঞ্চালনায় করেন জয়ান্ত দাস ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেইনবো লার্নিং স্কুলের প্রধান শিক্ষক সাঈদ টুটুল। বিশেষ অতিথি ছিলেন,সহকারী শিক্ষক মো.নেওয়াজ শরীফ বীর।
শিক্ষকবৃন্দ-অভিভাবকসহ স্কুলের প্রায় তিনশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক, অভিভাবক, তিন শতাধিক শিক্ষার্থীরা আনন্দ উৎসবে স্কুলের প্রাঙ্গণে মিলন মেলায় পরিণত হয়। শিক্ষাথীরা গান, নৃত্য,নাটিকা,কবিতা,গল্প ইত্যাদি পরিবেশন করেন। ক্লাস পার্টি উপলক্ষে শিক্ষার্থীরা তাদের প্রতিটি শ্রেণিকক্ষকে মনোরমভাবে সজ্জিত করে কেক কেটে উৎযাপন করেন।
এসময় শিক্ষার্থীদের অভিভাবকরা বক্তব্য বলেন, রেইনবো লার্নিং স্কুলের পড়াশোনার মান অনেক ভালো। শিক্ষকরা তারা ছেলে মেয়েদের প্রতি আন্তরিক। আমরা
অভিভাবকরা প্রতিদিন স্কুলে এসে বা ফোন করে ছেলে মেয়েদের খোঁজ খবর রাখি। আশা করি আরও সামনের দিন গুলো ভালো করবে।
রেইনবো লার্নিং স্কুলে প্রধান শিক্ষক সাঈদ টুটুল বলেন, আজকের ক্লাস পার্টিতে ছেলে মেয়েদের আনন্দ ও উৎসাহ উৎযাপনার পাশাপাশি, আরও ভালো ভাবে পড়াশোনা করার আহ্বান জানান। আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। আমরা কতটুকু ছেলে মেয়েদের পড়াশোনা করিয়েছি তা ফলাফলের মাধ্যমে দেখতে পারবো। নবম শ্রেণি শিক্ষার্থীদের খুব ভালো
ভাবে পাঠদান করার চেষ্টা করিয়েছি। কতটুক সফল হয়েছি তা ফলাফলের মাধ্যমে জানতে পারবো। নবম শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুরোধ, আদেশ ও অভিভাবকদের বলি তারা যেন আরও ভালো ভাবে পড়াশোনা করে। সামনে দিন গুলো ভালো করে। ২০১৯ সাল থেকে পথচলা, আমরা আশা করি আরও ভালো কিছু করতে পারবো।