মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার শামুরবাড়িতে মাহমুদা খানম মেমোরিয়াল একাডেমি ও ইউনুছ খান মেমোরিয়াল কলেজের আয়োজনে প্রতিষ্ঠানটির মিলনায়তনে প্রথম দিন এ বিতর্ক অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. কামরুল হুদা। ইউনাইটেড ট্রাস্টের সহযোগিতায় উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে। প্রথম দিনে বিতর্ক প্রতিযোগিতায় কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় ও খিদিরপাড়া উচ্চ বিদ্যালয় নওপাড়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। আগামীকাল বৃহস্পতিবার একই স্থানে বাকি চারটি শিক্ষাপ্রতিষ্ঠান লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, লৌহজং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হাড়িদিয়া উচ্চ বিদ্যালয় ও হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
অধ্যক্ষ কামরুল হুদা জানান, প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনালের তারিখ এখনও ঠিক হয়নি। ফাইনালে বড়ো অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে।