জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ ঐতিহ্যবাহী লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি শাখায় , লৌহজং উপজেলার ধাপ পেরিয়ে , মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ।
তিনি লৌহজং উপজেলা ডহরী ব্যাপারি বাড়ির আব্দুর রহমান বেপারী ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম সিয়াম । তিনি গত ৭/৫/১৯৯৮ তারিখে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন ।
তার হাত ধরে অত্র বিদ্যালয় থেকে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং পেশা সহ নানাবিধ প্রতিষ্ঠানে সফলতার সহিত কাজ করে যাচ্ছেন । তিনি অত্র বিদ্যালয়ের জন্য নিরলস ভাবে পাঠ দান করে যাচ্ছেন । জানা গেছে তিনি ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়ে কিভাবে ছাত্রদের লেখাপড়া মুখী করা যায় তার জন্য অনেক চেষ্টা করে থাকেন ।
কারিগরি শাখায় বরাবরই অত্র বিদ্যালয় ভালো রেজাল্ট করে থাকে । কারিগর শাখায় গত বৎসরও অত্র বিদ্যালয়ে শতভাগ এসএসসি পরীক্ষায় পাশ করেছে ।
তিনি আরো বলেন বাংলাদেশের উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নাই । দক্ষ মানুষ এই দেশের সম্পদ । অদক্ষ মানুষ এদেশের বোঝা । প্রধানমন্ত্রীর কাছে তার প্রত্যাশা তিনি যেন সব বাধা অতিক্রম করে কারিগরি শিক্ষা কে এগিয়ে নিয়ে যান,তাহলে দেশ একদিন স্বনির্ভর দেশে পরিণত হবে ।