মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর ২০২৩ ইং মাসের জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)তৌহিদ এলাহী।জেনারেল সার্টিফিকেট অফিসার,উপস্থিত ছিলেন,সদস্য সচিব,বাংলাদেশ কৃষি ব্যাংক, মুন্সীগঞ্জ অঞ্চলের,উপ-মহাব্যবস্থাপক মোঃ রেজাউল করিম আকন্দ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মুন্সীগঞ্জ,ঊপ-পরিচালক,বিআরডিবি, সহকারী পরিচালক যুব উন্নয়ন কর্মকর্তা মুন্সীগঞ্জ,উপ-পরিচালক,বিএডিসি(বীজ বিপনন), মুন্সীগঞ্জ সম্পস এবং সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সদস্য বৃন্দ।সদস্য সচিব মহোদয় উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কার্য বিবরণী আলোচনা করেন।সভাপতি মহোদয় বিতরণের পরিমাণ বৃদ্ধির উপর জোর দেওয়ার পরামর্শ প্রদান করেন।পুবালী ব্যাংকের বিতরণের হার বৃদ্ধির পরামর্শ দেন।মুন্সীগঞ্জ কৃষি ঋণে যার পারফরম্যান্স খারাপ তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকে/আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি লিখা হব ব্যবস্থা নেওয়ার জন্য।ডিসেম্বরের মধ্যে হার ৫০℅ হতে হবে।অতঃপর সভাপতির মহোদয় সকল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের বিগত মাস পযর্ন্ত আদায়-বিতরণ অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।সভাপতি মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের বিতরণ নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন।এছাড়া কৃষি ঋণ বিভাগ,বাংলাদেশ ব্যাংক এর এসিডি সার্কুলার নং-০৫ এবং এসিডি সার্কুলার নং-০৭ এর বিষয়ে ও আলোচনা করা হয়।এমতাবস্থায় সকল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানকে তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে বিতরণের নির্দেশনা প্রদান করা হয়।২০২৩-২০২৪ অর্থবছরে আমদানী বিকল্প শস্য খাতে ঋণ বিতরণ বিষয়ে আলোচনা করা হয়।লক্ষ্যমাত্রা অনুযায়ী আমদানী বিকল্প শস্য খাতে শতভাগ ঋণ বিতরণের পরামর্শ প্রদান করা হয়।এছাড়া আমদানী বিকল্প শস্যের উপর বিশেষ গুরুত্বরোপ করা হয়েছে।সার্টিফিকেট মামলার পিডিআর আক্টিব মামলা করতে হবে এবং এ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে হবে/নৌটিশ পাঠাতে হবে।নৌটিশ জারী করতে হবে সার্টিফিকেট অফিসারকে।কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষি ঋণ বিতরণ ও মামলা নিষ্পত্তি ব্যাপারে বক্তব্য রাখেন।বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি বিতরণ ও আদায়ের ব্যাপারে জোর দেন।সদস্য সচিব মামলার ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসককে মামলার ব্যাপারে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদানের জন্য ধন্যবাদ ঞ্জাপন করেন।আর আলোচনা না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।