মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
পরীক্ষায় পাশ, স্বামীকে বশকরণ, ব্যবসা ও চাকুরীতে উন্নতির প্রলোভনে ফেলে নারীদের কাছে থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় তান্ত্রিক কবিরাজ মো. শরীফকে (২৩) গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ সিআইডির সদস্যরা।
গেল সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখালা গ্রামে অভিযান চালিয়ে কথিত এই তান্ত্রিককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪ টি স্বর্ণের হার, এক জোড়া স্বর্ণের রুলি, একটি টিকলি, ২ জোড়া কানের দুল ও ১ টি আংটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত তান্ত্রিক শরীফ হোসেন (২৩) কুমিল্লার হাড়িখালা গ্রামের জাবেদ আলীর ছেলে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মুন্সিগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গেল ২৯ আগস্ট প্রতারণার ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলার সরদারপাড়া গ্রামের আবু সাঈদ মোল্লা (৪৫) মামলা নং ৬০ (৮)২২ তারিখ: ২৯-০৮-২২। তার মেয়ের কাছে পরীক্ষায় ভালো ফলাফলের প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে প্রথম দফায় ৬০০ টাকা হাতিয়ে নেয় তান্ত্রিক কবিরাজ শরীফ। পরবর্তীতে রিমান্ড চাওয়া হবে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
দ্বিতীয় দফায় আবু সাঈদের মায়ের কাছ থেকে কুরিয়ার সার্ভিসর মাধ্যমে মাথার চুল, দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন তিনি। এতে বাবা আবু সাঈদ মামলা দায়ের করলে পরবর্তীতে সদর থানা থেকে তদন্তভার সিআইডির উপর ন্যাস্ত হয়। ওই মামলার সূত্র ধরে সিআইডির সদস্যরা কুমিল্লার চান্দিনার হাড়িখোলা গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে।