বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

মুসলমানদের জন্য যে কারণে ফিলিস্তিন ও আল-আকসা মসজিদ গুরুত্বপূর্ণ স্থান

মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২০৯ বার পঠিত

 

মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার (১২-অক্টোবর)
যে কারণে ফিলিস্তিন ও আল-আকসা মসজিদ বিশ্ব মুসলিম জাহানের জন্য গুরুত্বপূর্ণ।

(১) আল-আকসা মসজিদ ফি*লিস্তিনে।

(২) বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা এই মসজিদ।

(৩) অসংখ্য নবীদের জন্মস্থান এই ফি*লিস্তিন।

(৪) অনেক নবীগণ এই মসজিদের ইমাম ছিলেন।

(৫) কুরআনে আল-আকসা মসজিদের নাম রয়েছে।

(৬) এখান থেকেই নবী মুহাম্মাদ (ﷺ) মিরাজে যান।

(৭) এই মসজিদে নামাজ আদায়ের সওয়াব বেশী।

(৮) এই মসজিদের উদ্দেশ্যে সফর করা জায়েজ।

(৯) মুসলিমরা ফি*লিস্তিনের স্থানীয় বাসিন্দা।

(১০) ইয়াহুদীরা ফি*লিস্তিনের যবর দখলদার।

(১১) এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আঃ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।

(১২) এখানেই আল্লাহর মহানবী রাসুল (ﷺ) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন।সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।

(১৩) এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।

(১৪) এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রাঃ)এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা।

(১৫) এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।

(১৬). এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন।

(১৭) এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!!

(১৮) এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।

(১৯) পবিত্র কুরআনের সবচেয়ে মধ্যখানেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করছেন।

উপরোক্ত বিষয়গুলোর তাৎপর্য বহন করতে নিচে একটি হাদিস তুলে ধরা হলো, তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর।
(বুখারি, হাদিস নং: ১৯৪)

হে আল্লাহ্… বিশ্ব মুসলিমদের প্রথম কেবলা জালেম ইজরাঈলদের দখলমুক্ত করে মাজলুম ফি*লিস্তিনী মুসলিমদের কাছে ফিরিয়ে দাও এবং বিশ্ব মুসলিমদের এক হয়ে ইজরাঈলদের বিরুদ্ধে লড়ে যেতে গায়েবী সাহায্য করো। আল্লাহুম্মা আমীন। ছুম্মা আমীন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।