আলী আজীম,মোংলা (বাগেরহাট):
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এই প্রতিপাদ্য সামনে নিয়ে মোংলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস।
শুক্রবার (১৩ অক্টোবর) মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়ন ও চিলা ইউনিয়ন-এ বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন,সিআরএসএল(CRSL) প্রকল্পের পক্ষ থেকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন- এর তাপসী মন্ডলের উপস্থাপনায় বক্তব্য রাখেন চাঁদপাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য দুর্জয় হালদার,৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য অর্পা মল্লিক, চিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য নাজমুল হাওলাদার এবং CRSL প্রকল্পের পক্ষে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী ডেভিড অধিকারী।
এসময় সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন মফিজুর রহমান (মজিদ), পিন্টু মন্ডল, মানসী মিস্ত্রি, সত্যেন্দ্রনাথ মজুমদার, রেশমা খাতুন ও মমী নায়েক প্রমুখ।