আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলায় জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে পৌর শহরের প্যারাডাইস হোটেল এন্ড রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মোনাজাতে মোংলা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম মাসুদ খাঁন, মোংলা পৌর জাতীয় পার্টির সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম, মোংলা উপজেলা মহিলা জাতীয় পার্টির আহবায়িকা মনোজা বেগম, মোংলা পৌর ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আশ্বাব হোসেনসহ জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দোয়া মোনাজাতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২