আলী আজীম, মোংলা (বাগেরহাট):
আসন্ন পবিত্র মাহে রমজান এবং চলতি শুকনো মৌসুমে জনসাধারণের ভোগান্তি নিরসনে খাবার পানির তীব্র সংকট মোকাবেলায় মোংলা পোর্ট পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ভ্রাম্যমান পানি বিশুদ্ধকরণ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট গাড়ির মাধ্যমে জনসাধারণের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হবে।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৪ মার্চ) পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, মোঃ আল আমিন গাজী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।