আলী আজীম, মোংলা (বাগেরহাট)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই, শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী বেগম রাজিয়া নাসেরের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাদ জোহর মোংলার খানকা হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
রামপাল-মোংলা (বাগেরহাট-৩) আসনে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদার এর
উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য আঃ জলিল শিকদার,
আ’লীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার সহ স্থানীয় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।
বেগম রাজিয়া নাসের বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি, খুলনা সদর আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বিসিবি পরিচালক শেখ সোহেল উদ্দিন, শেখ জালালউদ্দিন রুবেল ও শেখ বেলালউদ্দিন বাবু’র মা এবং শেখ সারহান নাসের তন্ময় এমপির দাদী।
২০২০ সালের ১৬ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২