বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা সহকারী শিক্ষা অফিসার কে গালিগালাজ ও ঔদ্ধত্যপুর্ন আচারনের অভিযোগে ঐ শিক্ষকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার। জানা গেছে,উপজেলার ২৪৪ নং মধ্যেপুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.জাকির হোসেন গত ১৯ ডিসেম্বর উপজেলা শিক্ষা অফিসে বসে সংশ্লিস্ট ক্লাস্টের দায়িত্ব প্রাপ্ত উপজেলা সিনিয়র সহকারি শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান কে তার কক্ষে বসে অন্যান্য অফিসার ও অফিস সহকারীদের উপস্থিতে উদ্দেশ্য করে অকথ্যভাষায় গালিগালাজ করা সহ ঔদ্ধত্য পুর্ন আচারন করার অভিযোগে ঐ শিক্ষক মো.জাকির হোসেন কে ২২ ডিসেম্বর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্হা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের বরারব সুপারিশ করা হবে না তার সন্তোষ জনক জবাব ৭ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দাখিলের জন্য বলা হয়েছে।