আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে অন্তঃসত্ত্বা গৃহবধু কুলসুম (২০)’কে যৌতুক দাবিতে সীমাহীন মারপিটের পর আশঙ্কা জনক অবস্থায় সম্ভাব্য মৃত্যুর দায় এড়াতে জোরপূর্বক বিষ খাইয়ে হত্যা নিশ্চিত করার অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গত ১৭ অক্টোবর উপজেলার মোল্লারকুল গ্রামে শশুর বাড়িতে স্বামী ও তার পরিবারের ৬ সদস্যের প্রকাশ্য সীমাহীন নির্যাতনে হত্যার ঘটনায় আদালতে দায়ের করা অভিযোগের এ তদন্ত করছে পি.বি.আই বাগেরহাট। বিষয়টি টাকা দিয়ে ধামাচাপা দিতে ওই পরিবার ও তাদের নিকটজনরা উঠে পড়ে লেগেছে বলেও বিভিন্ন সুত্রে জানা গেছে।
অভিযোগ ও নিহতের পরিবার সুত্রে প্রকাশ, প্রায় আড়াই বছর পূর্বে উপজেলার সরসপুর গ্রামের মোঃ আলমগীর শেখের মেয়ে কুলসুমের বিয়ে হয় মোল্লারকুল গ্রামের ফিরোজ কাজীর ছেলে সজিব কাজীর সাথে। বিয়ের পর থেকেই যৌতুক দাবিতে কুলসুমকে শারীরিক নির্যাতন চালায় তার স্বামী সহ শশুর বাড়ির লোকেরা। নিরুপায় হয়ে মেয়ের সুখের আশায় কয়েকবার নগদ টাকা ও বিভিন্ন আসবাবপত্র দেয়া হয়েছে।
তবু তাদের চাহিদা না মেটায় আবারো যৌতুক দাবিতে নির্যাতন চালায়। এঘটনায় কয়েক মাস আগে কুলসুমকে তার শশুর বাড়ি থেকে নিজের বাড়িতে আনতে যায় পিতা আলমগীর শেখ। তখন আলমগীর শেখকে অপমান করে তাড়িয়ে দেয় কুলসুমের স্বামী, শশুর ও দাদা শশুর। এরপর পুলিশের সহযোগিতায় কুলসুমকে উদ্ধার করে বাড়িতে নেয় তার পিতা। এর কয়েকদিন পর আর কোন নির্যাতন না করার শর্তে আবারো কুলসুমকে নিয়ে যায় তার শশুর বাড়ির লোকজন। এরপর আবারো ৫ লক্ষ টাকা যৌতুক দাবিতে নির্যাতন চালায়।
ঘটনার দিন গত ১৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে ও বিকেলে দুই দফায় যৌতুক দাবিতে চার মাসের অন্তঃসত্ত্বা কুলসুমকে পূর্ব পরিকল্পিত ভাবে সীমাহীন নির্যাতন চালায় তার স্বামী সজিব কাজী, শশুর ফিরোজ কাজী, শাশুড়ি স্বপ্না বেগম, দাদা শশুর দুর্লভ কাজী, দেবর রাজীব কাজী ও আরিফ কাজী। এহেন নির্যাতনে মুমূর্ষূ হয়ে পড়ায় সম্ভাব্য মৃত্যু/হত্যার দায় এড়াতে জোর পূর্বক বিষ খাইয়ে হত্যা নিশ্চিত করে। এঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন কুলসুমের পিতা সহ পরিবারের সকলে।
শোকাতুর পিতা আরো বলেন, আমার মেয়েকে হত্যা করে টাকা দিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে, ময়নাতদন্তের রিপোর্ট ওদের পছন্দ মতো করতে মিশনে নেমেছে বলেও উল্লেখ করেন তিনি।
মোল্লারকুল গ্রামের জনৈক কাছেদ আলী মীর বলেন, গোপন নয়, যা দেখছি তাই প্রকাশ্যে কবো, ওরা সবাই মিলে মারছে (শশুর বাড়ির সকলে হত্যা করছে)। তখন চিৎকার শুনে আমি আইছিলাম, নিজে দেখছি, ওগে আপন যারা তারাও আইছিলো (কুলসুমের স্বামীর প্রতিবেশী আপনজনরা), এন্যে বাঁচানোর জন্যি তারা সত্যি কথা নাও কথি পারে। আমি সব যায়গায় সত্যি কথা কবো। এর বিচার না হলে খুন খারাপি বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
আরেক প্রতিবেশী রেহানা জানান, কুলসুম চিৎকার করে বলছিলো ওরে আল্লাহ আমারে মারে ফ্যাললো (হত্যা), কিডা কোহানে আছেন বাচান। এমন চিৎকার শুনে আমি সহ অনেকে আসি। ততক্ষণে কুলসুমের জব বন্ধ হয়ে গেছে। তখন তারে ভ্যানে করে হাসপাতালের কথা বলে নিয়ে গেছে। এর কিছু সময় পর শুনি কুলসুম বেচে নেই।
তদন্ত কর্মকর্তা বাগেরহাট পি.বি.আই’র ওসি জানান, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সত্যতা উদঘাটন করবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।