আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩১ বাঙলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। বর্ষবরণে রবিবার সকাল ৯ টায় উপজেলা শিল্পকলা চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সূচনা করা হয়। এরপর বিশাল এক মঙ্গল শোভাযাত্রা গাড়ফা বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা শিল্পকলা চত্বরে ফিরে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, থানা অফিসার ইনচার্জ এস, এম, আশরাফুল আলম, অধ্যক্ষ এল জাকির হোসেন, নির্বাচন কর্মকর্তা ইসহাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী আম্বিয়া খাতুন, প্রেসক্লাব মোল্লাহাটের সদস্য সাংবাদিক আরিফুল ইসলাম রিয়াজ, নারী নেত্রী শারমিন আক্তার প্রমুখ।