আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে গাওলা ইউনিয়ন আ’লীগ কার্যালয় উদ্বোধন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চাদেরহাট বাজারে গাওলা ইউনিয়ন আওয়ামীলীগের এ কার্যালয় উদ্বোধন ও বর্ধিত সভা অনুষ্টিত হয়।
আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও কার্যালয় উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহীনুল আলম ছানা বলেন, আওয়ামীলীগ গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। কোন প্রকার কেউ যদি অসৎ পথ অবলম্বন করে তাহলে তার দায় দল নেবে না। তাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবোর্চ্চ সংখ্যক ভোটার উপস্থিতি করে যথাযথ নিয়মে ভোট প্রদানের সুযোগ/ পরিবেশ আনায়নে কাজ করতে হবে। আওয়ামীলীগ সরকারের আমলে কেবল সবচেয়ে সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠিত হয় এটা বিশ্বের রোল মডেল হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি (অবঃ যুগ্মসচিব) এম ডি আল আমিন, সহ-সভাপতি জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এস এম অলিউজ্জামান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, সহ-সভাপতি শহিদ মেহফুজ রচা, আ’লীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, জিকরুল, হাসান মোল্লা হায়দার, নজরুল ইসলাম মিল্টন, এস এম নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, আ’লীগ নেতা প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, আ’লীগ নেতা মোঃ শহিদুল ইসলাম, শরীফ মাহাতাব উদ্দিন, আওলাদ হোসেন প্রমূখ।
বর্ধিত সভায় গাওলা ইউনিয়ন আ’লীগ সভাপতি সুখ ফকিরকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন পালকে সদস্য সচিব করা হয়। এছাড়া অত্র ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সদস্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় বড়ঘাট দারোগার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শেখ আতিয়ার রহমান ‘কে আহ্বায়ক, এম এম নওশের আলীকে সদস্য সচিব, শেখ সোহেল রানা ও বাবলু মোল্লাকে যুগ্ম আহবায় করে ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয়। এছাড়া অত্র ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সদস্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।