আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট,বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনার মাধ্যমে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে বৃহস্পতিবার দুপুরে মধুমতি নদীতে অভিযান পরিচালনা কালে উক্ত নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম জানান, ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য পরিচালিত মোবাইল কোর্টে নিষিদ্ধ দুই হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। জাটকা সংরক্ষণে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।