আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ ইং পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল ও মোঃ মনিরুজ্জামান মিয়া প্রমূখ।