আরিফুল ইসলাম রিয়াজ,মোল্লাহাট,বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে ‘বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি’ কর্মসূচি-২০২৩ ছাত্র-ছাত্রীদের মধ্যে চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। উদ্দীপন মোল্লাহাট শাখা ও টুঙ্গিপাড়া অঞ্চলের বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উদ্দীপনের মোল্লাহাট শাখা কার্যালয়ে এ উচ্চ শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর করা হয়।
উদ্দীপনের টুঙ্গিপাড়া অঞ্চলের ব্যবস্থাপক জুবায়ের মুসলিম রুবেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, উদ্দীপনের মোল্লাহাট শাখা ব্যবস্থাপক শওকত আলী খান, হিসাব রক্ষক নরোত্তম বিশ্বাস ও ইউপি সদস্য মোঃ পারভেজ মিয়া প্রমূখ।
উল্লেখ্য, উদ্দীপন এনজিওর সদস্য পরিবারের মধ্যে ‘বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি’ কর্মসূচির আওতায় মোল্লাহাটের কাহালপুর গ্রামের ইসরাত জাহান’কে ৩৬ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। ইসরাত জাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।