আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ
বাগেরহাটের মোল্লাহাটে আরিফুল ওরফে দয়াল শেখ (২৮) ও সাকিব মোল্লা (১৯) নামে মাদক কারবারি দুই যুবককে ১০০ গ্রাম গাজাসহ এবং কালু রবি দাস (৫০)কে চোলাই মদ সহ আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার আস্তাইল গ্রামের জনৈক সুশীল দাসের বাগান/ভিটা থেকে দুই যুবককে গাজাসহ হাতে নাতে আটক করে মোল্লাহাট থানা পুলিশ। এরা হলো আস্তাইল গ্রামের মৃত আঃ সালাম শেখের ছেলে আরিফুল ওরফে দয়াল শেখ ও চর আস্তাইল গ্রামের পটু মোল্লার ছেলে সাকিব মোল্লা।
এঘটনায় মামলা রুজু পূর্বক শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ সহ আসামী কালু রবিদাস, পিতা-মৃত রামপ্রিত রবিদাস, সাং-নগরকান্দি, থানা-মোল্লাহাট, জেলা -বাগেরহাটকে আটক করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কালু রবি দাসকে ১৫ দিনের জেল দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেক ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা।
থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম জানান, মোল্লাহাট থানা পুলিশের অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ওই দুই যুবককে হাতে নাতে আটক করা হয়। এঘটনায় মামলা রুজুর মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ সহ আটক কালু রবি দাসকে ১৫ দিনের জেল দিয়েছে মোবাইল কোর্ট।