প্রশান্ত বিশ্বাস, যশোর প্রতিনিধিঃ
আজ ( ৭) জুলাই রোজ শুক্রবার যশোর মাগুরা সন্ধা ৭ টার সময়
হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতের মধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের হেলাল মুন্সির স্ত্রী, শাশুড়ি, ছেলেসহ অন্যান্যরা রয়েছেন। সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন।
যশোর সদর খাাজুরা লেবুতলা নামক স্থানে মাগুরা থেকে আসা রয়েল পরিবহণ এবং ইজিবাইক সরাসরি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হয় , ইমরান নামক মালায়েশিয়া প্রবাসী । অপর কয়েক জনকে মুমূর্ষ অবস্থায় অ্যাম্বুলেন্স যোগে যশোর ২৫০ শয্যা হসপিটালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরো একজন কে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
নিহত ৫ জন একই পরিবারের সদস্য, যশোর সদর উপজেলার খাাজুরা যাদবপুরে ইউনিয়ন বাজার সংলগ্নে তাদের বাড়ি ।
শুক্রবার (৭ ) জুলাই সন্ধা ৭ টার দিকে যশোর -মাগুরা সড়কের লেবুতলা নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধা ৭ টার দিকে যাদবপুর থেকে যশোর ডাঃ দেখানর উদ্দেশ্য পরিবারের কে নিয়ে ইজিবাইক যোগে রউনা হয়, লেবুতলা নামক স্থানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে । পথিমধ্যে যশোর – মাগুরা সড়কের লেবুতলা নামকস্থানে পৌঁছালে তাদের সামনে আশা রয়েল কোচ ও ইজিবাইকে সজোরে ধাক্কা দিলে , ঘটনাস্থলে ৫জন মারা যায় আরো দু’জন গুরুত্বর অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে আরো দুজন। মারা যান । নিহতরা শিশু দুজন, মহিলা তিনজন, পুরুষ দুজন।
নিহতদের স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে
যশোর কোতয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস চালককে আইনের আউতায় আনা হয়েছে । এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।