শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর উদ্যোগে কম্বল বিতরণ বাকসাপ কর্তৃক লেখক পুরস্কার-২০২৫ নির্বাচিত হলেন যারা আজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংবাদ কর্মীসহ আহত ৭ জন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিবি অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় মামলা নিতে হয়রানের অভিযোগ রায়পুরাতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি বোয়ালখালী ভাণ্ডালজুড়ির পানি চায় সিডিএ মধুখালীতে শীতের পুরান কাপড় বাজারে ক্রেতার ভিড়

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান

নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন, বিশ্বব্যাকের বিকল্প নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস।

বাংলাদেশ সময় রোববার সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরের মহারাজা পার্টি হলে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ বিষয়ক এক বিজনেস সেমিনারে তিনি এ আহবান জানান ।

বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস কর্মাসিয়াল উইং, বাংলাদেশ-আমেরিকা সোসাইটি অব গ্রেটার হিউস্টন ও বাংলাদেশ-আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। 

 এসময় ড. কায়কাউস বলেন, নানা ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রযুক্তির সুবিধাও পৌছে গেছে তৃণমূল পর্যন্ত। সরকার সারাদেশে একশটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করছে।  এসব সুবিধা গ্রহণ করতে তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি। 

ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে কায়কাউস আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগ সহজ করতে এবং বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নতুন নতুন নীতি ও পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বিশ্বব্যাকের বিকল্প নির্বাহী পরিচালক মনে করেন এসব উদযোগের ফলে আগামী কয়েক বছর বিশ্বের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশে বড় আকারের বিনিয়োগ ঢুকবে ।  

 সেমিনারে টেক্সাস হিউস্টনের বিভিন্ন কাউন্টির দেড় শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। আলোচনায় বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেসের কর্মাসিয়াল কাউন্সিলর এস এম খুরশিদ উল আলম সাবরাং টুরিজম পার্ক, নাফ টুরিজম পার্ক এবং সোনাদিয়া ইকো টুরিজম পার্কের বিস্তারিত তুলে ধরলে উপস্থিত ব্যবসায়ীদের অনেকেই সেখানে বিনিয়োগের আগ্রহ দেখান। এসময় কর্মাসিয়াল কাউন্সিলর এ এম খুরশীদ বাংলাদেশে বিনিয়োগে সরকারের সব ধরণের সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। 

 আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হ্যারিস কাউন্টির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কাউন্টি ইঞ্জিনিয়ার ড. মিল্টন রহমান । এছাড়া অন্যান্যের মধ্যে ওয়াশিংটন বাংলাদেশ অ্যাম্বাসির কমার্স মিনিস্টার মো. সেলিম রেজা, বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল মার্টিয়ার ম্যাকবে, বাংলাদেশ-আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান শিপলু, বাংলাদেশ-আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশনের সাপ্নিক খানসহ অ্যাসোয়েশন দুটির শীর্ষ নেতৃবৃন্দ্ব বক্তব্য দেন । 

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।