বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আরগাও বিএনপি’র কমিটি গঠন; খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি

যুবককে প্রকাশ্য হত্যা ! বাবা-ছেলে র‍্যাবের হাতে আটক

মোঃ মোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

 

মোঃ মোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে আব্দুল্লাহ নামের এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপীট এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন র‍্যাব-১ গাজীপুর স্পেশালিস্ট কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলম।

গ্রেফতারকৃতরা হলেন, শহিদুল ইসলাম শহিদ (৪৫)। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের মৃত কাশেম আলীর ছেলে এবং তার সহযোগী তারই ছেলে এছানুল হক (২৪)।

নিহত আব্দুল্লাহ (২৬)উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে। তিনি ইউরিনিট নামক একটি স্পিনিং কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জমিজমা ও পাওনা টাকা নিয়ে আব্দুল্লাহ এবং শহিদুল ইসলাম শহীদের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে একটি চায়ের দোকানে কিছুদিন আগে উভয়ের মধ্যে তর্কতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার আক্রোশে গত শনিবার বিকেলের দিকে একটি স্কুলের অনুষ্ঠান চলার সময় বাশবাড়ি বাজারে প্রকাশ্যে আব্দুল্লাহকে ছুরিকাঘাত করে শহিদুল ইসলাম শহিদ ও তার সহযোগী এছানুল। ছুরিকাঘাতে আহত আব্দুল্লাহ এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর মৃত্যু নিশ্চিত করে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা নং- ১৮/১০৯ দায়ের করেন। এরপর থেকেই জড়িতদের ধরতে র‍্যাবের একটি টিম গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে র‍্যাব সদস্যরা জানতে পারে যে, ঢাকার দক্ষিনখান থানার আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় এ হত্যাকন্ডে জড়িতরা অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম শহিদ ও তার সহযোগী এছানুল হককে গ্রেপ্তার করে র‍্যাব সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে হত্যাকান্ডের সময় ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে।

র‍্যাব-১ গাজীপুর স্পেশালিস্ট কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলম সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতরা পূর্ব শত্রুতার জেরে ভিক্টিম আব্দুল্লাহকে ছুরিকাঘাত করে হত্যা করার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।