বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরার রাজ্জাক পার্কে বসেছে বিনা লাভের দোকান  পঞ্চগড়ে পলিথিনমুক্ত উদ্যোগ: বেসরকারি পাটকলগুলোকে পাটের ব্যাগ উৎপাদনের আহ্বান মধ্যনগরে খাস জমি ভূমিহীনদের নামে বন্দোবস্ত দিলেও দখলে প্রভাবশালীরা  চট্টগ্রামে বাসের ধাক্কায় ছাত্রের মৃত্যু পুলিশের পোশাক পরে গরু চুরির আটক চারজন  রক্তাক্ত ২৮শে অক্টোবর ২০০৬ইং (পল্টন ট্রাজেডি) স্মরণে সালথায় জামায়াত ইসলামির গণসমাবেশ মোংলায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের পাশে আলহাজ্ব জুলফিকর আলী গ্যাস পাইপ স্থাপন কালে দেয়াল ধসে নিহত ১ আহত ২ বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডারের স্ত্রী ফারহা হত্যাকান্ডের মূলহোতা মিলন গ্রেফতার বাগেরহাটে শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রক্তাক্ত ২৮শে অক্টোবর ২০০৬ইং (পল্টন ট্রাজেডি) স্মরণে সালথায় জামায়াত ইসলামির গণসমাবেশ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৮ বার পঠিত

আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

রক্তাক্ত ২৮শে অক্টোবর ২০০৬ইং (পল্টন ট্রাজেডি) স্মরণে ফরিদপুরের সালথায় গণসমাবেশ করেছে জামায়াত ইসলামি। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলা জামায়াত ইসলামির আয়োজনে সালথা সদরের বাইপাস সড়কে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা জামায়াত ইসলামির আমীর অধ্যাপক মাওলানা মো. আবুল ফজলের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আজিজুর রহমানের পরিচালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামি (ফরিদপুর অঞ্চল) কেন্দ্রীয় শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য প্রফেসর মো. আব্দুত তাওয়াব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জামায়াতের নায়েব আমীর ইমতিয়াজ উদ্দীন আহমেদ,সহকারী সেক্রেটারি আবু হারিচ মোল্যা, বায়তুল মাল সেক্রেটারি মো. ফারুক হোসেন, অফিস সেক্রেটারি অধ্যাপক মিজানুর রহমান,জেলা মজলিসে শুরা সদস্য মো. জাহাঙ্গীর হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াত ইসলামির শুরা সদস্য মো. সিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা জামায়াত ইসলামির আমীর মাওলানা মো. সোহরাব হোসেন, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি হাফেজ মো. ওবায়দুল্লাহ, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক জিএস মো. মাহ্ফুজুর রহমান লিটন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব সিদ্দিকী নসরু মিয়া, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. আবু ছায়েম মোল্যা, সালথা বাজারের ব্যবসায়ী মিঞা মো. লিয়াকত হুসাইন প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ইসলামি ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতৃবৃন্দ উপস্থিত।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আব্দুত তাওয়াব বলেন, কোরান সুন্নাহভিত্তিতে সমাজ কে পরিচালিত করা যায় এর জন্য ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করতে হবে। আজকে স্বাধীনতার ৫৩ বছর চলে গেল আমাদের দেশে কোন জাতীয় ঐক্য সৃষ্টি হয় নাই। কোন সরকার জাতীয় ঐক্য সৃষ্টি হতে পারে নাই। আমি মনে করি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এদেশে ৯৫% মসুলমান চালচলন চিন্তাচেতনার উপর ভিত্তি করে এদেশে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে জামায়াত ইসলামি সেই চিন্তা করে যাচ্ছে । তিনি আরও বলেন, আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এখনো যারা আওয়ামী লীগের দোসরা রয়ে গেছে ঘাপটি মেরে বসে আছে শাসনতন্ত্রের ও সচিবালয়সহ সব জায়গায় বসে আছে এই জন্য আমাদের হুশিয়ার থাকতে হবে তারা যেন আমাদের ক্ষতি করতে না পারে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।