বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর উদ্যোগে কম্বল বিতরণ বাকসাপ কর্তৃক লেখক পুরস্কার-২০২৫ নির্বাচিত হলেন যারা আজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংবাদ কর্মীসহ আহত ৭ জন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিবি অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় মামলা নিতে হয়রানের অভিযোগ রায়পুরাতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি বোয়ালখালী ভাণ্ডালজুড়ির পানি চায় সিডিএ মধুখালীতে শীতের পুরান কাপড় বাজারে ক্রেতার ভিড় সিডিসির ও শামসুল হক ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ ও সেলাই মেশিন বিতরণ

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে অভিযান

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদক : 

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল রিয়াজুদ্দিন বাজার ও ফলমন্ডিতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সাতটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সবুর স্টোরকে ৫ হাজার টাকা,

আলিফা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, মিজান এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা, মায়েদা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, আলী জেনারেল ট্রেডিংকে ১০ হাজার টাকা, এরাবিয়ান সুপার শপকে ১০ হাজার টাকা, জিহাদ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সকাল ১১ টা থেকে দুপুর তিনটা পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

অভিযানের সময় রিয়াজুদ্দিন বাজারের ফলের দোকান, খোঁজুরের দোকান, চালের দোকান, মুদির দোকান, এবং সবজির বাজারে জিনিস পত্রের ক্রয় ও বিক্রয় মূল্যে অসঙ্গতি আছে কিনা তা দেখা হয়। এছাড়া রমজানে অধিক ব্যবহৃত সেমাইয়ের দোকানে তদারকি করা হয়। এতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই রাখার

প্রমাণ পাওয়া গেলে অনেগুলো সেমাই নষ্ট করা হয়। এছাড়াও রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবাধ সরবরাহ সকল পণ্যের মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে নগরীর স্টেশন রোডে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ ফলমূল ও খেজুরের আড়ত বাজারে মনিটরিং টিম বিশেষ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসনসূত্র

জানায়, অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর টিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভোগ্যপণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে গত বুধবার নগরীর খাতুনগঞ্জ বাজারে অভিযান চালানো হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।