শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর উদ্যোগে কম্বল বিতরণ বাকসাপ কর্তৃক লেখক পুরস্কার-২০২৫ নির্বাচিত হলেন যারা আজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংবাদ কর্মীসহ আহত ৭ জন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিবি অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় মামলা নিতে হয়রানের অভিযোগ রায়পুরাতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি বোয়ালখালী ভাণ্ডালজুড়ির পানি চায় সিডিএ মধুখালীতে শীতের পুরান কাপড় বাজারে ক্রেতার ভিড় সিডিসির ও শামসুল হক ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ ও সেলাই মেশিন বিতরণ

রাউজান সৌদি রিয়াল বলে ধরিয়ে দিল ভিম সাবান হাতিয়ে নিল লাখ টাকা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

 

মোহাঃ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান প্রতিনিধিঃ

লোভে পাপ, পাপে মৃত্যু এই লোভের কারণে মানুষ নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বা নিজে অন্যজন কে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিচ্ছে, এই লোভের মধ্য পড়ে কেউ হারাচ্ছেন স্বর্ণ রূপা কেউ বা টাকা সহ অন্য কিছু। লোভের মধ্যে পড়েই হচ্ছে প্রতারণার শিকার, প্রতারকরা কৌশলে হাতিয়ে নিচ্ছে মানুষের মূল্যবান জিনিস – লোভে পড়ে নতুন প্রতারণার শিকার হয়েছে রাউজানের ডাবুয়া কান্দিপাড়া এলাকার বাসিন্দা হাফেজ ফারক(৬০) ও তার স্ত্রী।
জনাযায়, গত ২৩ মে বৃহস্পতিবার (২৪) রাউজান উপজেলার স্ব্যাস্থ কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন হাফেজ ফারুক এই সময় তিনজন যুবক এসে তার সাথে গল্পগুজব করে বন্ধুতা জুড়ো করে,তারপর হাফেজ ফারুক কে তারা বলে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হুজুর মানুষ আপনার সাথে হাজী দের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে আমাদের কাছে কিছু সৌদি রিয়াল আছে এগুলো যদি আমাদের বিক্রি করে দেন তাহলে আপনাকে আমরা লাভ দেব – এই বলে হাতে দিল রিয়াল আর সেই রিয়ালের ফাঁদে পড়ে আটকে গেল হাফেজ ফারক, তারা বলল এই রিয়াল নিতে লাগবে ১লক্ষ ২০ হাজার টাকা তাদের কাথায় রাজি হয়ে হাফেজ ফারুক তার স্ত্রীর সাথে পরামর্শ করে তার স্বর্ণ নিয়ে স্বর্ণের দোকানে বন্ধক দিয়ে ১লক্ষ ২০হাজার টাকা নিয়ে গত ২৫শে মে শনিবার চলে এল রাউজানের পাহাড়তলীতে টাকা তুলে দেওয়ার পর প্রতারক চক্ররা তুলে দিল রিয়ালের পুটলী তারা বলে দিল,
এটা এখানে খুলবেন না – কারণ চুরি হয়ে যেতে পারে। এদিকে গাড়িতে ওঠে ফারুকের স্ত্রী পুটলী খুলে দেখে সেখানে নাই রিয়ালে, রয়েছে ১টা ভিম সাবান।
হাফেজ ফারুকের স্ত্রী বলেন তারা আমাদের কে আগে রিয়াল দিল তারপর টাকা নিয়ে চলে গেল।
পরে যেই নাম্বার থেকে তারা কথা বলছে সে নাম্বার টা বন্ধ, এই নিয়ে রাউজান থানায় অভিযোগ ও করা হয়েছে বলে জানা গেল।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।